টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG)অর্জনে স্থানীয় জনগণের প্র্যতাশা ও প্রাপ্তি বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

0 ১৬৬

জসিম উদ্দিন রুবেলঃ২১ অক্টোবর২০২০ রোজ বুধবার সকাল ১০ টায় লক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানার ১২ নং চরশাহী ইউনিয়নের ০৬ নং পূর্ব- সৈয়দপুর ওয়ার্ডের পূর্ব- সৈয়দপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা(SDG)অর্জনে স্থানীয় জনগণের প্র্যতাশা ও প্রাপ্তি বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃসোলাইমান সভাপতিত্বে ও ১২ নং চরশাহী ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম(পলাশ)উপস্থাপনয় অনুষ্ঠিত টেকসই লক্ষ্য মাত্রা (SDG)অর্জনে স্থানীয় জনগণের প্র্যতাশা ও প্রাপ্তি বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ লোকমান মাস্টার, বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন ০৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোস্তফা দুলাল,বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামিলীগের সধারন সম্পাদক মোঃ শাহাজান,বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামিলীগের সহ সভাপতি আবুল কাশেম,ডাঃহেলাল নুরল ইসলাম, ইব্রাহিম,প্রমুখ।উপস্থিত জনগন তাদের আলোচনায় ০৬ নং ওয়ার্ড মুক্তিযুদ্ধা জয়নাল আবদীন সড়ক সহ বিভিন্ন সমস্যা তুলেন ধরেন।প্রধান অতিথির আলোচনায় গোলজার মোহাম্মদ বলেন, আমি বিগত দুই বারে আমার এলাকার সকল বিষয়ে স্থানীয় জনগনকে সাথে নিয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং ভবিষ্যৎ ও আজকে আপনারা যেই সমস্যা গুলো তুলেধরেছেন আপনাদেরকে সাথে নিয়ে সেই গুলো সমাধান করার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন।টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (SDG) অর্জনে স্থানীয় জনগণের প্র্যতাশা ও প্রাপ্তি বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভার সভাপতি ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃসোলাইমান তার আলোচনায় বলেন আমি আমার ০৬ নং ওয়ার্ডের প্রায় রাস্তার উন্নয়ন করেছি বৃষ্টির কারণে সেইগুলো আবার ভেঙ্গে গেছে।আমি আমাদের চেয়ারম্যান গুলজার মোহাম্মদ সাহেবর সাথে আলোচনা করে উনার সহযোগিতা নিয়ে আমি আবারো আপনারা যেই সমস্য গুলোর কথা বলেছেন সেই গুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!