কবি মোঃ আমান উল্লাহ আমানের পরিচিতি

0 ২০৪

সাখাওয়াত হোসেন তুহিনঃকবি মোঃ আমান উল্লাহ আমান ১৯৯৮ সালের ৩০ শে ডিসেম্বর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুধলমৌ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ শহিদুল ইসলাম এবং মাতা মোসাঃ তারা বেগম। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। শিক্ষা জীবনের হাতেখড়ি হয় বাড়িতে। এরপর নিজ গ্রামের “১০৬ নং দুধলমৌ ইউনিয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়” থেকে প্রাথমিক শিক্ষা এবং “দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়” থেকে ২০১৩ সালে এস এস সি পাশ করেন। উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন ২০১৫ সালে “বাকেরগঞ্জ সরকারি কলেজ” থেকে। বর্তমানে তিনি “সরকারি বি এম কলেজের” ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন। বড় ভাই মোঃ জামাল হাওলাদার এবং মেঝ ভাই মোঃ কামাল হোসেনের অনুপ্রেরণা ও উৎসাহে তার লেখালেখি বেগবান হয়েছে। ছোট ভাই মোঃ কামরুজ্জামান তহিদ সব সময়ই শুভাকাঙ্ক্ষী হিসেবে তার পাশে রয়েছেন। কবি মোঃ আমান উল্লাহ আমান কবিতা লেখার পাশাপাশি গল্প, প্রবন্ধও চর্চা করেন। “মোঠোপথ” ছাড়াও তার আরো তিনটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে – “সবুজে ঘেরা নদী “, “জলন্ত এক মহাকাব্য” এবং “শত বছরে শত হৃদয়ে বঙ্গবন্ধু।” কর্ম জীবনে সরাসরি পা না রাখলেও তিনি “গ্রিন গার্ডেন শিশু ” প্রতিষ্ঠাতা সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। বইপড়ার প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি করতে তিনি প্রতিষ্ঠা করেছেন “কবি নজরুল” লাইব্রেরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!