মহান ২১ শে সন্দ্বীপ সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর

0 ২৫১

ইলিয়াস কামাল বাবুঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সন্দ্বীপ সাহিত্য পরিষদ কবিতা পাঠ ও সাহিত্য আসর এর আয়োজন করে।

২১ শে ফেব্রুয়ারী,বিকেল-৩ টায় পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন।

সন্দ্বীপ সাহিত্য পরিষদের সদস্য সচিব ইলিয়াস কামাল বাবু’র সঞ্চালনায় এ সাহিত্য আসরের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-অনুষ্ঠানের সভাপতি।পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী ভাবে হলো, এ বিষয়ের উপর সংক্ষিপ্ত পটভূমিকা তুলে ধরেন-কবি নীলাঞ্জন বিদ্যুৎ।সন্দ্বীপের সমকালীন সাহিত্য নিয়ে আলোচনা করেন-শিল্পী আবুল কাশেম।

এর পর শুর হয় কবিতা পাঠের আসর,এতে একে একে অংশ নেন-মোঃ মাইনউদ্দিন,মারিয়া ইয়াছমিন মিমু, সুফিয়ান মানিক,সাইফুল ইসলাম ইসসাফ,সঞ্জয় কুমার দাস,চারু মিল্লাত,আতাউল হাকিম,শাহীনা বেগম,মোস্তফা হায়দার,আলাউদ্দিন পারভেজ,সুরজিত দাস,মুহম্মদ ছমিহ্ উদ্দিন,মারজান আহসান মুক্তা,ফসিউল আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!