এপার বাংলার কথায় ওপার বাংলা’র ‘ভালোবেসেছি তাই হেরেছি’

0 ১৩৫

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভালোবেসেছি তাই হেরেছি’ গানের স্টুডিও ভার্সন টিজার। গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার পরিচিত মুখ সন্দীপন মুখার্জী ও চাঁদমনি হেমব্রম। গানটির সুর ও মিউজিক করেছে সন্দীপন মুখার্জী, মিউজিক এরেঞ্জম্যান্ট করেছে শুভজিৎ ধর। গানটির কথা লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার এম.এ. আলম শুভ।

চাঁদমনি হেমব্রম কলকাতার খুব দরিদ্র পরিবারের মেয়ে। হঠাৎ ফেইসবুকে তার গাওয়া একটি ভাইরাল হওয়ার পর সবার নজরে আসেন৷ তার ইচ্ছে গানের মধ্যে অনেক দূর এগিয়ে যাওয়া৷

গানটি নিয়ে সন্দীপন জানান- আমি সবসময় চাই মেধাবী টেলেন্টরা এগিয়ে আসুক সংগীতাঙ্গনে। তাই নতুন গানটিতে চেষ্টা করেছি একটি প্রতিভাকে সবার কাছে তুলে ধরতে৷ চাঁদমনি হেমব্রম এমন এক প্রতিভা যার কন্ঠ প্রমাণ করে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেনো এই প্রতিভাকে সবার কাছে তুলে ধরতে পারি।

আমরা সবাই চাঁদমনির পাশে আছি৷ গানটি লিখেছে বাংলাদেশ থেকে আমার বন্ধু এম.এ. আলম শুভ। তার কাছে কৃতজ্ঞতা। সেই সাথে শুভজিৎ এর কাছে কৃতজ্ঞতা মিউজিক এরেঞ্জম্যান্ট এর জন্য। অন্তর থেকে ধন্যবাদ জানাই এই প্রজেক্টে যারা শুরু থেকে পাশে ছিলো শুভজিৎ, স্বপন দা, শ্যাম দা,সুদ্বীপ দা, সুমিত গৌতম, সন্দীপন এন্ড পরিবার এর সকল সদস্যদের।

গানটি নিয়ে বাংলাদেশের গীতিকার এম এ আলম শুভ বলেন- আমি সবসময় চাই ভালো কিছু হোক৷ কলকাতা থেকে আমার বন্ধু সন্দীপনের সাথে এই কাজটি করেছি৷ তাদের দেশের এক প্রতিভা, খুব গরীব আদিবাসী মেয়ে কিন্ত খুব ভালো কন্ঠ। সন্দীপনের মুখে মেয়েটির কথা শোনে আমি গানটা লিখি৷ আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে৷

টিজারটি সন্দীপন এন্ড পরিবার ইউটিউব চ্যানেলে ব্যাপক সাড়া ফেলেছে৷ খুব শিগ্রই অফিশিয়াল মিউজিক ভিডিও সহ গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে৷

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!