নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৯১৮ জন পেল স্মার্ট কার্ড।

0 ২৮১

মোহাম্মদ ইউনুছ: নাইক্ষংছড়ি ৯ মার্চ ২১ ইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে ২৯১৮ জন নতুন ভোটার পেল স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড হাতে পেয়ে নতুন ভোটারের মধ্যে দেখা গেছে আনন্দের অনুভূতি। উপজেলা নির্বাচন অফিসারের আন্তরিকতায় ৫ টি ইউনিয়নে গত ৩ মার্চ থেকে শুরু করে স্মর্ট কার্ড বিতরণ। ৩ মার্চ বাইশারী ইউনিয়নে ৮৩২, ৪ মার্চ ঘুমধুম ৫৯৬ জন,৭ মার্চ সোনাইছড়ি ২৬৯ জন,৮ মার্চ দোছড়ি ইউনিয়নে ৩২৭ জন ও ৯ মার্চ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৮৯৪ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্যে শেষ হয় এ কার্যক্রম। স্মার্ট কার্ড হাতে পেয়ে ১ নং ওয়ার্ডের আমেনা খাতুন, ৮ নং ওয়ার্ডের শাহাজাহান, ৭ নং ওয়ার্ডে শামিমা, ৯ নং ওয়ার্ডের নুরুল আবছার সহ অনেকে আনন্দের সাথে এ প্রতিবেদককে জানান। প্রথম ভোটার হলাম সেই সাথে হাতে পেলাম স্মার্ট কার্ড। আজ দেশের নাগরিক হিসাবে গর্ভ করছি এবং সরকারকে ধন্যবাদ জানায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালে জানান ২০১৯ সালে ভোটার হালনাগাদে যাদের বয়েস ১৮ বছর হয়েছে তারাই স্মার্ট কার্ড পাচ্ছে পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকদের হাতে স্মার্ট কার্ড দেবে সরকার। তিনি আরো জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যেমে মেম্বারদের আন্তরিকতার অভাবে আজ উপস্তিতি কম তাই বাকি কার্ড গুলি উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!