রায়গঞ্জের ১নং ধামাইনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাসীর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা!

0 ১৭৬

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে ওয়ার্ডবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।ইতিমধ্যে একজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রের নির্বাচনের দিন বিশেষ নিরাপত্তা ও ম্যাজিস্ট্রেট মোতায়েনের দাবি জানিয়েছেন।

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।সকাল ০৮:০০ ঘটিকা হইতে বিকেল ০৪:০০ ঘটিকা পর্যন্ত সুন্দর ভাবে ভোটগ্রহণ শেষ হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান বিকেল ০৪:২০ ঘটিকার সময় ভোট গণনার আগ মূহুর্তে হঠাৎ করে কিছু উগ্র মেজাজী লোকজন ভোট কেন্দ্র দখলের পায়তারা করে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একারণে ভোট গণনা স্থগিত করে,এরই প্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বর ৪ নং ওয়ার্ডে পূনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।৪ নং ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল বারিক খান ও এলাকাবাসী শঙ্কা প্রকাশ করে বলেন,আগামী ৩০ নভেম্বর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা,রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!