ওমিক্রন আতঙ্কে চার ডোজ করোনার টিকা দিতে যাচ্ছে ইসরাইল

0 ১৫৬

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় সতর্কতা হিসেবে করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল। এর ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চতুর্থ ডোজ করোনাভাইরাসের টিকা দিতে যাচ্ছে দেশটি।খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে,দেশটির বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি এবং স্বাস্থ্যকর্মীদের চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন।এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রস্তুতি নিতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

চতুর্থ বুস্টার ডোজের এই পরিকল্পনা দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে,তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে চারমাস পর চতুর্থ ডোজ টিকা নেওয়া যাবে।

উল্লেখ্য,করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এরইমধ্যে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।ইউরোপের বেশ কিছু দেশে হঠাৎ করেই বেড়ে গেছে ভাইরাসটিতে শনাক্তের হার।ইসরাইলে এখন পর্যন্ত ৩৪০ জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!