জীবনের আগে জীবিকা নয়- ড্রাইভারদের প্রশিক্ষণে বার আউলিয়া হাইওয়ে ওসি

জসিম উদ্দিন রুবেলঃসীতাকুণ্ডের ড্রাইভার ও হেলপারদের দক্ষতা বৃদ্ধিতে বার আউলিয়া হাইওয়ে থানা আজ সকাল ১০টায় আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মশালা।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম মোঃ ওয়াহিদী। তিনি বলেন জীবনের আগে জীবিকা নয়। ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে। পুলিশ জনগনের বন্ধু শত্রু নই। পুলিশকে ভয় না পেয়ে তাদের কাছে যেতে হবে।সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,সাংবাদিক কামরুল ইসলাম দুলু,বাবুল মিয়া বাবলা।এসআই মোঃ হাসনাত এর পরিচালনায় অনুষ্টিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন চট্টগ্রাম মোটরযান ড্রাইভার সমািতর সাবেক নেতা সেলিম মিয়া,ড্রাইভার শওকত আলী।

Comments (০)
Add Comment