ফরিদপুরে বাম গণতান্ত্রিক ঐক্য জোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি: গত ১৯ অক্টোবর খুলনায় পাটকল ও পাট শিল্প রক্ষার আন্দোলনে নারকীয় হামলা নির্যাতন ও সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড এম এ রশিদ সহ ১৫ জন নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বাম গণতান্ত্রিক ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল এর সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন কমরেড কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক, ভাঙ্গা উপজেলার সাবেক সভাপতি সুধিন সরকার মঙ্গল, কমরেড অজিত বিশ্বাস প্রমূখ। সভায় বক্তারা এই বর্বরোচিত হামলা র তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বন্ধ পাটকলগুলো কে চালু করে দেশের অর্থনীতিকে সুগম করার জন্য সরকারের কাছে দাবি জানান। তারা অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে পরবর্তীতে ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। তারা পাটকলগুলো চালু করে শ্রমিকদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের নিকট জোর দাবি করেন।

Comments (০)
Add Comment