বাঁশখালীতে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহাম্মদ এরশাদ,বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসুচী গ্রহন করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মাধ্যমে দিবসটি বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক মো:হামিদ উল্লাহ এর সভাপতিত্বে ও সাধনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু রাশেদ মুনির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো:নাছির উদ্দিন,মো:আবুল কালাম,মো:মিজান সিকদার,মো:ফরিদুল আলম,মো:কবিরুল আমিন ঝুন্টু,আনোয়ারুল ইসলাম,মো:সিরাজদৌলা,মো:খুরশীদুল আলম,মো:আকতার হোসেন,মোহামুদুল ইসলাম,মো:গিয়াস কামাল চৌধুরী,মো:শিহাবুল হক সিকদার,মোহাম্মদ আলী,রশিদ আহমদ,মো:ওসমান,ফৌজুল মুবিন,মো:আশেকুল ইসলাম,মো:ফিরোজ শাহী,এনামুল হক,মিজান তালুকদার,মো:আতিকুর রহমান,বেলাল উদ্দিন সিকদার,ইফতেখার উদ্দিন চৌধুরী বাবু,মাফুজুর রহমান,ইমরুল হক চৌধুরী ফাহিম, মঞ্জুরুল আলম,দেবী রুদ্র,মোহাম্মদ নাদিম,আল আনচারী,মো:মিজান,মো:বাবুল,মো:আতাউল আজাদ,মো:রায়হানুল হক,মো: শাহেদুল্লাহ,মো:রিয়াজুল হক,মো:রুবেল প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম বলেন,১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার জন্যে বঙ্গবন্ধু যুবকদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন।সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বঙ্গবন্ধু গঠন করেছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।পরবর্তীতে রাষ্ট্রের গণতন্ত্র রক্ষা সহ সকল আন্দোলন সংগ্রামে যুবলীগের অনন্য ভুমিকা আজ যুবলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠনে পরিনত হয়েছে।তিনি বাঁশখালীর উন্নয়নে বর্তমান সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করছে তা বাস্তবায়ন ও সুফল সর্বত্র পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
Comments (০)
Add Comment