বাঁশখালী পৌরসভায় ১২০ কোটির অধিক টাকার বাজেট ঘোষণা।

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট পেশ করেন বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। রাজস্ব প্রারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সবমিলিয়ে আগামী অর্থ বছরের জন্য সর্বমোট ১২০ কোটি ৬৫ লক্ষ ১২ হাজার ৫ শত ২২ টাকার বাজেট ঘোষণা করা হয় চট্টগ্রামের প্রথম শ্রেণীর এই পৌরসভায়।

বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী।

এতে প্রধান বক্তা হিসেবে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নীলকন্ঠ দাশ, প্যানেল মেয়র দেলোয়ার হোসাইন, বাঁশখালী থানার এসআই মাসুদুল হক, পৌর সচিব আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, তপন বড়ুয়া, জামশেদ আলম, বাবলা কুমার দাশ, নজরুল কবির সিকদার, মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি প্রমূখ

Comments (০)
Add Comment