মর্জিনা মেরির নতুন কবিতা”শেষ কথ্য”।

শেষ কথ্য

মর্জিনা মেরি

তুমি তোমার রাস্তা দেখো,
আর আমি আমার রাস্তা
কখনো হবে না আর, আলাপনা আমাদের
তুমি যখন ছিলা,ভালো ই ছিলো
না থাকাটা ও ঠিক সহ্য করে নিবো।
এখন আর চাইনা থাকুক বন্ধন।
হারিয়ে যাওয়া টা হইতো অপ্রত্যাশিত
কিন্তু এটাই আমাদের নিয়তি।
সবার অমতে তো আর যাওয়া যাই না,
আমি ত পারিনা আর
আমার পরিবার ছাড়তে।
আমি চেষ্টা করেছি যথাসম্ভব,
ব্যর্থতা ত আর আমার অপরাধ হতে পারেনা।অপ্রয়োজনে আর না হোক আমাদের দেখা,
তুমি থেকো তোমার শহরে আর
আমি, আমি ও ঠিক
মানিয়ে নিবো আমার অবস্থানে।

Comments (০)
Add Comment