মর্জিনা মেরির নতুন কবিতা”নিরাপত্তা কোথায়”।

নিরাপত্তা কোথায়

মর্জিনা মেরি

আমি সুশীল সমাজের সাধারণ নাগরিক
তাই বলে আমার ভয়!
আমি কেন পারিনা,স্বাধীনতা নিয়ে থাকতে?
আমি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ নই।
আমি রাস্তায় নিরাপদ নই
আমি আবাসস্থলে নিরাপদ নই।
তাহলে আমার নিরাপত্তা কোথায়?
আমাকে দিনের আলোতে একা চলতে নেই
রাতের আঁধারে তো,পাপ ও বটে
আজ আমি মরেছি,কাল তনু মরেছে!
বোন খাদিজা মরেছে,ভাই রিফাত ও গেছে
একজন মা ও কিন্তু রক্ষা পাইনি।
সেদিন স্বামীর সমমুখে স্ত্রী ও ধর্ষণ হয়েছিল।
তাহলে বিচার কোথায় পাই?
সেদিন তিন বছরের ছোট্র বোনটি,
সে ও মারাত্মক ভাবে খুন হলো।
হে,আজ ধর্ষণ যুক্ত যুগ আসছে,
যেখানে জাহেলি যুগে নারীর জন্ম নেওয়া পাপ ছিলো
আজ সেখানে ,নারীর বেঁচে থাকাটা ও কঠিন।
আমাকে নিরাপত্তা দেওয়া হোক,আমার
হাতে পিস্তল তুলে দেওয়া হোক
না হই,ধর্ষকদের পুরুষত্ব কেড়ে নেওয়া হোক
তাদের ফাঁসি দেওয়া হোক।
তাহলে হইতো,সোনার বাংলার মুখে
হাসি ফুটানো যাবে,
থাকবেনা কোনো ধর্ষক,আর
উপড়ে ফেলে দেওয়া হোক তাদের।

Comments (০)
Add Comment