মহান শহীদ দিবসে জাগ্রত সনাতন সংঘ সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।

সবুজ সাহা লক্ষ্মীপুরঃ জাগ্রত সনাতন গীতা সংঘ দেশবাসীকে মহান শহীদ দিবসের শুভেচ্ছা জানান।২১শে ফেব্রুয়ারি এই দিনে আমরা ভাষা শহীদ সেই অকুতোভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এই ভাষা পেয়েছি। ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিট সময় শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংঘের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ মন্দির কমিটি, রবিবার সকাল৮ ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে শহীদের শরণে জাগ্রত সনাতন গীতা সংঘের ছাত্র-ছাত্রীরা ১ মিনিট নীরবতা পালন করেন পরে গীতা পাঠ,জাতীয় সংঙ্গীত, জাতীয় পতাকার প্রতি সম্মান জানান, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত সংঘের শিক্ষক, ছাত্রছাত্রীরা, ভাষা শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতির বাংলা ভাষা অর্জন করেছে, জাতির সূর্যসন্তানদের বুকে তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে আনে এই বিজয়।শহীদ দিবসের শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রাইম সংবাদের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,দৈনিক জাগ্রত চট্রগ্রাম রির্পোটার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, জাগ্রত সনাতন সংঘের সদস্য সবুজ সাহা।তিনি বলেন বাংলাদেশের এই অকৃত্রিম অর্জন চিরদিন থাকবে চির দিনই আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। শহীদদের পাশে থাকবো, তিনি আরো বলেন বিজয়ের আনন্দ করতে গিয়ে করোনার মহামারীর কথা যেন ভুলে না যায়। করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারপরও আপনারা নিরাপদ থাকবেন।আমরা যতদিন এ থাকব মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে নিয়ে চলবো এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা এ দেশকে একটি উন্নত ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই ।

Comments (০)
Add Comment