মাতৃভাষা দিবস উপলক্ষে গজারিয়ায় ব্যাটমিন্টন খেলার আয়োজন করেন জীবনের আলো সংগঠন।

মোঃ হৃদয় হোসেনঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়ায়এক ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন “জীবনের আলো” সংগঠনটি টেংগারচর ইউনিয়ন এর টেংগারচর গ্রামের পূর্ব পাড়ার উদ্যোয়মান তরুণ প্রজন্মের একটি সংগঠন। “উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এস এম সালাউদ্দিন মাষ্টার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ একলাছুর রহমান সাহেব এবং পৃষ্ঠপোষকতায়ঃ ডাঃ শাহাবুদ্দীন মোল্লা সাধারণ সম্পাদক নাগরিক পরিষদ গজারিয়া উপজেলা, মোঃকুদ্দুস আলী সদস্য টেংগারচর ইউনিয়ন পরিষদ,মোঃ মহিউদ্দিন সাবেক মেম্বার টেংগারচর ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল মোল্লা সদস্য টেংগারচর ইউপি,আবদুল খলিল সাবেক পুলিশ সদস্য,মোঃ শাহ্আলী সরকার,মোঃ স্বপন মিয়াজি,মোঃ ইখতার উদ্দিন শেখ,রেফায়েত মিয়াজি,উক্ত খেলায় সভাপতিত্ব করেন কামাল মিয়াজী শিপন যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক কামরাঙ্গীগঞ্জ থানা আঃলীগ। উক্ত খেলায় অংশগ্রহন করেন সোনারগাঁও ইয়াং স্টার বনাম বালুয়াকান্দি আতিকনগর ক্লাব।নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলাটি শুরু হয়েছিলো গতকাল ২১/০২/২০২১ রবিবার রাত ৮.৩০ ঘটিকায়,উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়া দল সোনারগাঁও ইয়াং স্টার ৩২” এল ই ডি টিভি এবং রানার্সআপ দলদের হাতে স্মার্ট ফোন তুলেদেন প্রধান অতিথি চেয়ারম্যান সালাউদ্দিন সাহেব এবং সভাপতি কামাল মিয়াজি শিপন সহ মঞ্চে উপদৃষ্ট সকল অতিথি বৃন্দ,সে সময় আম্পিয়ার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ দ্বিন-ইসলাম এবং মোঃ রোমান শেখ।উক্ত খেলায় সার্বিক ভাবে তওাবদানে ছিলেন টেংগারচর পূর্ব পাড়া “জীবনের আলো”সংগঠনের সদস্যরা, জিয়েম,মিদুল,মোহন,রাজু,মাসুম,খালেদ,আকরাম,শাহজালা।সম্পূর্ণ খেলাটি উপস্থাপন করেন মোঃ মাহবুব মিয়াজি সহকারি শিক্ষক হার্ব ল্যাবরেটরি স্কুল।পরিশেষে প্রধান অতিথি এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন।

Comments (০)
Add Comment