মাদকবিরোধী অভিযানে ২৮০০পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মোহাম্মদ সোহেল আরমানঃ মাদকবিরোধী অভিযানে ২৮০০পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এতে জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধান ও পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ০৬/১২/২০২০ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়ায় অভিযান পরিচালনা করে সিটি পাবলিক স্কুল গেইটের সামনে হতে মিজানুর রহমান (৩৩), পিতা- শামসুল আলম, সাং- দরগাপাড়া, ০৬ নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, থানা- চকরিয়া। বর্তমান সাং- পশ্চিম লারপাড়া, দুলামিয়া সওদাগরের ভাড়াটিয়া, ১ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর নামীয় মাদক ব্যাবসায়ীকে ১৮০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় অপর এক অভিযানে কক্সবাজার সদর মডেল থানাধীন ডলফিন চত্বর সংলগ্ন রাধুনী রেঁস্তোরা এন্ড বিরানী হাউজ এর সামনে রাস্তার উপর হতে ওমর ফারুক (২৫), পিতা- আবদুল্লাহ, সাং- দক্ষিণ আলীখালী, ০৮ নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা- টেকনাফকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উভয় ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

Comments (০)
Add Comment