রামগতি প্রধান সড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে অসংখ্য যান চলাচল, ক্রমশ ঝুঁকির মুখে সাধারণ মানুষ।

সবুজঃ রামগতি টু সোনাপুর প্রধান সড়কে বান্দারহাট বাজার সংলগ্ন ব্রিজ ১/৩ অংশ ভেঙে খালে পড়ে যায়। শনিবার (৩০ জানুয়ারি ) দুপুরে রামগতি উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় ঘটনা স্থল পরিদর্শন করেন বাংলাদেশ ক্রাইম নিউজ রিপোর্টার । এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় দীর্ঘ একমাসর ও বেশি সময়ে গুরুত্বপূর্ণ সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সুভ্রত দত্ত সাথে মুঠোফোন কথা বলে জানান যায় এই সড়কটি তাদের মেপের বাহিরে ,তিনি জানান সড়কটি দেখবাল করছেন এলজিইডি।স্থানীয় সরকার প্রকৌশলী(এলজিইডি) রামগতি উপজেলার প্রকৌশলী জি. এম. কামালকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।গাড়ী চালক ফারুখ হোসেন ও পথচারী সাজ্জাদুর রহমান জানান চর বাদাম বান্দারহাট বাজার সংলগ্ন রামগতি প্রধান সড়ক খালের উপর ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রামগতি টু সোনাপুর সংযোগকারী একমাত্র এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। প্রায় এক মাসের ও বেশি সময় ধরে সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে লাখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে ।এই বিষয়ে চর বাদাম ইউ পি চেয়ারম্যান সাথে কথা বলতে চাইলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

Comments (০)
Add Comment