লামায় অবৈধ বালু উত্তোলন চলছেই, নীরব প্রশাসন

জাহিদ হাসান: বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলন থামছেই না। উপজেলার ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর ইউনিয়নের শতাধিক স্থান থেকে কিছু প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসনের নীরবতা ও কার্যকরী কোন পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠছে বালুদস্যুরা। বালু তোলায় হুমকির মুখে পড়েছে স্থানীয়দের বসতভিটা, কয়েকটি ব্রিজ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ছড়া, খুটাখালী ছড়া, লাইল্যারমার পাড়া, পাগলির বিল, ফকিরাখোলা, বগাইছড়ি, উত্তর মালুম্যা, আব্দুল্লাহ ঝিরি, কমিউনিটি সেন্টার, ফাঁসিয়াখালী ছড়া, কুমারী এলাকায় বালু তোলা হচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ, সরকারদলীয় লোকজন ও পার্শ্ববর্তী ডুলহাজারা-চকরিয়ার লোকজন এই বালু সন্ত্রাসের সাথে জড়িত। হারগাজা এলাকার মো. হোসাইন, করিম , আলম ও জামাল সহ অনেকে জানিয়েছেন, বালু তোলার কারণে খালের দু’পাড় ভেঙ্গে যাচ্ছে। তারা কাউকে বলে কোন প্রতিকার পাচ্ছেন না। বালু ব্যবসায়ীরা ক্ষমতাবান হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ও লাইল্যারমার পাড়া কয়েকজন বাসিন্দা বলেন, বালু উত্তোলনকারীদের সাথে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সখ্যতা রয়েছে। দ্রুত বালু পাচার বন্ধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা আরো বলেন, ব্যাপক বালু তোলার কারণে এলাকার অর্ধশত ব্রিজ, কালভার্ট ও কয়েকটি রাস্তাঘাট বিলীনের পথে। প্রতিবছর স্থানীয় ও বহিরাগত প্রভাবশালী সিন্ডিকেট সেলু ইঞ্জিন দিয়ে নদী, খাল ও ছড়া থেকে অবৈধভাবে বালু তুলে থাকেন। ৪টি ইউনিয়নে প্রতিদিন গড়ে ১০০ থকে ২০০ট্রাক বালু উত্তোলন করে নিয়ে যায়।

Comments (০)
Add Comment