লামায় নানা আয়োজনে প্রবারণা উৎসব পালন

আলমগীর,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানে লামায় বৌদ্ধ ধর্মালম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা নানা আয়োজনে পালিত হচ্ছে।শনিবার গজালিয়া ইউনিয়নে সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম গাইঙদা পাড়া ফানুশ উত্তোলন ও নদীতে কল্পজাহাজ বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে শুভ প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু হয়।কিছু সময়ের জন্য এ যেন পাহাড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্প্রীতির মিলন মেলা।বান্দরবানের লামার গজালিয়া বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আ,লীগের সভাপতি ফাতেমা পারুল,লামা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াছিং মার্মা,সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মহিলা আ,লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাস প্রমূখ।প্রসংগত,উপজেলার ৬৯ টি ধর্মীয় প্রতিষ্ঠান (কেয়াং) এ উৎসব ধর্মীয় আচার -অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন হচ্ছে।পাশাপাশি কভিড-১৯ করােনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পালন করারও নির্দেশনা রয়েছে।

Comments (০)
Add Comment