সন্দ্বীপে রক্তদানে উৎসাহিতকরণে সাইকেল র‍্যালি

চট্টগ্রাম সন্দ্বীপে রক্তদানে উৎসাহিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র‍্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ ব্লাড ফাইটার্স” এর সদস্যরা।

সংগঠনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক নজরুল নাঈম এর নেতৃত্বে ৫ আগস্ট’২২ শুক্রবার শিবেরহাট সাউথ সন্দ্বীপ হাই স্কুল গেইট থেকে শুরু করে মুছাপুর ধোপার হাটের উদ্দেশ্যে রওনা দেয়।

পথে উল্লেখযোগ্য স্থানে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনমূলক বক্তব্য প্রদান ও বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
সাইকেল র‍্যালিতে রক্তদান সম্পর্কিত “রক্ত দিন, জীবন বাঁচান” “যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” “এগিয়ে আসুন রক্তদানে, ফুটুক হাসি নতুন প্রাণে” বিভিন্ন সচেতনমূলক প্লেকার্ড দেখা যায়।

বাইসাইকেলের বহুল ব্যবহার গ্রামাঞ্চলে দেখা গেলেও বর্তমান প্রেক্ষাপটে ব্যায়াম, বিলাসিতা, যানজট পরিস্থিতি সহ বিভিন্ন কারণে পছন্দের বাহন হিসেবে পরিচিত হয়ে উঠছে বাইসাইকেল। রক্তদানে উৎসাহিতকরণ, জনসচেতনতা এবং ঘরে ঘরে রক্তদাতা তৈরির লক্ষ্যে এমন অভিনব সাইকেল র‍্যালি ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই।

Comments (০)
Add Comment