অফিসে আত্মঘাতী হামলায় তালেবান গর্ভনর নিহত

আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল নিহত হয়েছেন।এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)।বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরীফে গভর্নর দাউদ মুজাম্মিলের কার্যালয়ে আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটে।খবর বিবিসির

আত্মঘাতী হামলায় নিজ কার্যালয়ে গভর্নর দাউদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র ও আফগানিস্তানে ক্ষমতাসীন এই গোষ্ঠীর শীর্ষ নেতা জাবিহুল্লাহ মুজাহিদ।টুইটারে তিনি বলেন,ইসলামের শত্রুদের দ্বারা এক আত্মঘাতী বিস্ফোরণে বালখের গভর্নর দাউদ মুজাম্মিল ‘শহীদ’ হয়েছেন।

তালেবান ক্ষমতায় আসার পর দাউদ মুজাম্মিলকে প্রথমে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করেন তালেবানের শীর্ষ নেতৃত্ব।পরে গত বছর অক্টোবরে তাকে বালখের গর্ভনর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

হামলার কয়েক ঘণ্টা পর আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়।জঙ্গিগোষ্ঠীটি জানায়,তাদের একজন যোদ্ধা এদিন সকালে বালখের গভর্নরের কার্যালয়ে প্রবেশ করেন।এরপর তিনি তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

Comments (০)
Add Comment