আখাউড়া দেবগ্রাম দক্ষিন- পূর্বপাড়া যুব সমাজ আয়োজিত ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভায় অবস্থিত বিখ্যাত গ্রাম দেবগ্রাম দক্ষিণ- পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় বাইতুর রহমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করেন, জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি হাবিবুল্লাহ উসমানী। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস মুফতি আসয়াদুজ্জামান।

দেবগ্রাম দক্ষিণ পুর্বপাড়া যুব সমাজের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত ইসলামি মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, আখাউড়া পৌরসভার প্যানেল মেয়র এক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাবুল মিয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের আহমদ খান, সাব রেজিস্ট্রার মোঃ রমজান খান, দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান, আমদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ তারেক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এন এস কবির পলাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জান্নাত হোসেন ঈশান সহ আরো অনেকে।

প্রফেসার জাবেদ আহাম্মদ খান ও হিরন মোল্লার পরিচালনায় ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করেন, হাফেজ মাওলানা আল আমিন হোসাইন সাহেব, এতে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, মাওলানা জুবায়ের আহমেদ আশরাফী, মাওলানা আব্দুল বাছির আল মাহাদী সহ স্থানীয় ওলামা কেরামগণ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি হাজী সিরাজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ খান।
অনুষ্ঠনটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিডিও কাভারেজে ছিলেন – কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সেক্রেটারি, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক গণকন্ঠের আখাউড়া প্রতিনিধি, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লেখক সাংবাদিক বাদল আহাম্মদ খান৷ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আল আরাফা ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদ খান, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইসলামি বয়ান শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Comments (০)
Add Comment