আগামী ৭ এপ্রিল শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফাঃ- সিইসি

সাইফুদ্দিন সালেহীঃ পরবর্তীতে আর কোন নির্বাচনে অনিয়ম-সহিংসতা হবে না। এমন আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। জানান, ১৪ ফেব্রুয়ারি চতুর্থ দফার ভোট থেকে আরো কঠোর হবে কমিশন।চলছে স্থানীয় সরকার নির্বাচনের মৌসুম। এরই মধ্যে শেষ হয়েছে তিন দফার ভোট ও চট্টগ্রাম সিটি নির্বাচন। এসব নির্বাচনে অনিয়ম ও সংঘাতের ঘটনায় বিব্রত নির্বাচন কমিশন।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক অনুষ্ঠানে সিইসি বলেন, সামনের নির্বাচনে অনিয়ম-সহিংসতা বন্ধে আরও কঠোর হবে কমিশন।কমিশন বলছে, আগামী ৭ এপ্রিল হবে শেষ দফা পৌর নির্বাচন। একই দিনে শুরু হবে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন।ইসি বলছে, পৌর ও সিটি করপোরেশনের মতো ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোটও হবে দলীয় প্রতীকে। তাই নতুন করে আইন সংশোধন করবে না ইসি।

Comments (০)
Add Comment