আড্ডা বাজারে অবৈধভাবে নির্মিত ৩০টি দোকান উচ্ছেদ।

আড্ডা বাজারে চলছে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান,খালের উপরে অবৈধ ৩০টি দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।দীর্ঘদিন ধরে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারে সরকারি খাস জমির উপরে অবৈধভাবে দোকান করে ব্যবসা করে আসছে কিছু দোকানদার।

বরুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে আজ সকাল থেকেই চলছে আড্ডা বাজারে ভ্রাম্যমাণের অভিযান।এসময় ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।আরো কয়েকটি দোকান হ্যামারের অভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি।

এসময় ভ্রাম্যমাণ অভিযানের সাথে ছিলেন বরুড়া থানা পুলিশের ২টি টিম,আনসার বাহিনীর ১টি টিম,র
র‍্যাবের ১টি চৌকস টিম।

এবিষয়ে জানতে চাইলে বরুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মঈন উদ্দিন বলেন,আজকে আড্ডা বাজারে খালের উপর অবৈধ মোট ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।আরো ৬টি দোকান হ্যামারের অভাবে উচ্ছেদ করা যায়নি।আর এই ৬টি দোকান আগামী মঙ্গলবার হ্যামার আসলেতখন উচ্ছেদ করা হবে।

এছাড়া সরকারি খাস জমির উপরে এভাবে যারা অবৈধ স্থাপনা করবে সেগুলো সব এভাবেই উচ্ছেদ করা হবে।আমাদের অভিযান চলমান থাকবে।

Comments (০)
Add Comment