আনোয়ারায় সাড়ে ৮ হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২শত ৫৪টি গরু ও ৫৪ টি ছাগল জবাই করে সাড়ে ৮ হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন নামের একটি সংগঠন।সোমবার(১১ জুলাই)আনোয়ারা রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।আনোয়ারা উপজেলার হতদরিদ্র পরিবার, মাদ্রাসা, মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে গরু ও ছাগলের গোস্ত তুলে দেওয়া হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. সালেহ,চেয়ারম্যান মাওলানা সোহাইল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল,অর্থ সম্পাদক ফাহাদ সালেহ ও প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ সহ ফাউন্ডেশনের কর্মকর্তারা।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ বলেন,প্রতি বছরের ন্যায় এবারও আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে সাড়ে ৮ হাজার পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।রবিবার(১০ জুলাই)থেকে শুরু হওয়া কোরবানির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

Comments (০)
Add Comment