আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইউসুফ সরকার।

গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দেশের সকল ইউনিয়ন পরিষদ গুলোর আওতায়ধীন চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণার আলোচনা ও আনাগোনা শুরু হয়েছে সর্বত্র।তারি ধারাবাহিকতার কোনো অংশে কমতি নেই মুন্সিগঞ্জ জেলা এবং উপজেলা গুলোতে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন গুলোতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আলোচনা শুরু হয়েছে।তারি ধারাবাহিকায় আসন্ন ৩নং টেংগারচর ইউনিয়ন পরিষদের হয়ে আসন্ন নির্বাচনে টেংগারচর গ্রাম থেকে ১ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষনা দেন জনাব মোঃ ইউসুফ সরকার।

ইউসুফ সরকার টেংগারচর ইউনিয়নের হয়ে ১নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও আর্শিবাদ চেয়ে নিজেকে মেম্বার পদে পদ প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন।ইতিমধ্যে তিনি ১নং ওয়ার্ডের মহল্লায় মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে চলেছেন এবং তিনি সব সময় জনগনের সুখে দুঃখে পাশে আছেন বলে বলে জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোঃইউসুফ সরকার ওয়ার্ডবাসীর দোয়া এবং সহযোগিতা চেয়ে বলেন, আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশ গ্রহন করে জনগনের ভোটে নির্বাচিত হলে টেংগারচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডকে একটি ডিজিটাল আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন, এবং মাদক মুক্ত সামাজ গড়বে বলে জানান, টেংগারচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইউসুফ সরকার।

Comments (০)
Add Comment