ঈদগাঁও-ইসলামাবাদে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ পাঁহাশিয়াখালীতে সুবিধাবঞ্চিত তিন শতাধিক নারী-পুরুষকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।স্থানীয় পাঁহাশিয়াখালী সমাজ কল্যান পরিষদের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত দুই দফায় প্রায় অর্ধশতাধিক রোগিকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে।

এতে চিকিৎসা সেবা দেন কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা. নাসির উদ্দীন আহমদ ও তার সহযোগী চিকিৎসকরা।এলাকার চিকিৎসা সেবাবঞ্চিত দরিদ্র মানুষজন এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।চক্ষু চিকিৎসা সেবার আয়োজক কমিটির কো-অর্ডিনেটর হাফেজ মহি উদ্দীন বলেন,ইসলামাবাদ ইউনিয়নের পাঁহাশিয়াখালী গ্রামের মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত।

তাদের অনেকেই স্বাস্থ্য সেবার জন্য ৩০ কিলোমিটার দূরে সদর হাসপাতালে যেতে পারেন না।এই স্বাস্থ্য সেবায় তাদের সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা,ছানি অপারেশন ও লেন্স সংযোজন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।ইনশআল্লাহ প্রতি বছর এই সেবা অব্যাহত থাকবে।

Comments (০)
Add Comment