কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সভা।

বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থাপিত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদের রুমা উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু ভাস্কার্য সামনে প্রতিবাদ করা হয়। পরে উপজেলা সভা মিলনায়তনে সমাবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (১২ ডিসেম্বর ২০২০) সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন বলেন বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাঙ্গায় সারা দেশের ন্যায় রুমা উপজেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি এ দেশের লাল সবুজ পতাকার অসম্মান ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি। সরকার এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান ও জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উল্হা চিং মার্মা। আরো উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল কাশেম চৌধুরী সহ আরো অন্যান্য দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
এই দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য প্রদান ও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে চিক্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Comments (০)
Add Comment