চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ২০২৫-২৬ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার(১৫ অক্টোবর)সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সব বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।এ সময় সন্দ্বীপ উপজেলার ১ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন,সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুন,কৃষি ব্যাংকের ম্যানেজার আকতারুজ্জামান সুজন, উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম,উপজেলা শিক্ষা কর্মকর্তা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,সহকারী শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকোশলীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন।