গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার

গাজীপুর  জেলা প্রতিনিধি– গতকাল(১৮ ডিসেম্বর) শনিবার ২৫ হাজার পিস ইয়াবা ও মাদক সম্রাট জাহাঙ্গীর সরকারের ব্যবহৃীত একটি প্রাইভেট কার সহ চার জনকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে জাহাঙ্গীর সরকার একজন মাদক কারবারী সে গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।জাহাঙ্গীর সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে।সে গাজীপুর জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি- আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জরিত থাকার অপরাধে জাহাঙ্গীর সরকারকে বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর ) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

Comments (০)
Add Comment