প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
চকরিয়ায় আশা’র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

সিনয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে চকরিয়াস্থ আইসিডিডিআরবির কনফারেন্স রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আশার কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর তরিকুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরী।
সভায় জয়েন্ট ডেপুটি ডিরেক্টর তরিকুল ইসলাম ২০২৪-২৫ইংঅর্থ বছরের খাতভিত্তিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি পযালোচনা করেন এবং ২০২৫-২৬ইং অর্থ বছরের সংস্থার কর্মপরিকল্পনা নিয়ে সভায় অংশগ্রহনকারী সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি বলেন,আগামী দিনে সংস্থার কর্মসূচী বাস্তবায়নে চ্যালেন্জ মোকাবেলায় সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং যার যার অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ করেন।
সভায় অন্যান্যর মধ্যে জেলায় কর্মরত রিজিওনাল ম্যানেজারগণ,আইটি বিভাগের সাপোর্ট ইণ্জিনিয়ার,অডিটর,একাউন্টস মনিটরিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
ইপেপার