চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

রংপুরে চকলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মাহফুজুর রহমান(৩০)নামের এক যুবককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।গ্রেপ্তার মাহফুজুর রহমান রংপুর জেলার মাহিগঞ্জ থানার তৈয়ব(দলবাড়ি) এলাকার মফিজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।এর আগে গতকাল সোমবার খাগড়াছড়ির মাটিরাঙা তবলছড়ি বাজারের ডাকবাংলো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়,গত ৫ মে দুপুরে রংপুরের মাহিগঞ্জের ওই গ্রামে ৩ বছরের শিশুটিকে তার ভাইয়ের সঙ্গে বাড়িতে রেখে তাদের মা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের বিলে কাটা ধানের আঁটি আনতে যায়।দুপুর আড়াইটায় শিশুটির ভাই খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলে মাহফুজুর রহমান তাদের বাড়ির সংলগ্ন রাস্তায় এসে শিশুকন্যাটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ করে।পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করলে মাহফুজুর রহমান তাকে খেলনা গাড়িসহ তাদের বাড়ীতে রেখে চলে যায়।এ ঘটনায় গত ৬ মে শিশুটির মা বাদী হয়ে রংপুরের মাহিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Comments (০)
Add Comment