চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ হাজার পিচ ইয়াবা সহ আটক দুই

নেয়ামত উল্লাহ রিয়াদঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৪হাজার ৪৪৩ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।থানা সূত্রে জানা যায়, সোমবার (০৫ অক্টোবর) সন্ধার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- পেকুয়া-চট্টগ্রাম)আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী থানার এসআই দীপক কুমার হিংস সঙ্গীয় ফোর্সসহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় বিকাল এবং সন্ধায় পৃথক পৃথক অভিযানে কক্সবাজার জেলার টেকনাফ উত্তর নেঙ্গরবিল এলাকার মাও.জহির আহমদের পুত্র মোঃ সেলিম (৩০)এর কাছ থেকে ১৩,৮৮৫ পিস ও কক্সবাজার টেকনাফ যাদিমুড়া নোয়াপাড়া এলাকার সৈয়দ আহমেদ জামালের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৮)এর কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল করিম মজুমদার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল),আমি এবং এসআই নাজমুল হক,এসআই নাজমুল হাসান এবং এসআই লিটন চাকমা সহ সঙ্গীয় ফোর্সদের সমন্নয়ে পুইঁছুড়ি বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহা সড়ক থেকে পৃথক পৃথক ভাবে ১৪ হাজার ৪ শহ ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মধ্যবয়স্ক পুরুষ ও ১ জন মহিলা মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদেন বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। সহকারী পুলিশ সুপার(আনোয়ারা সার্কেল)বলেন আমরা মাদক এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

Comments (০)
Add Comment