চট্টগ্রামের বালুছড়া এলাকায় বখতেয়ার কলোনী নামক একটি বস্তিতে আগুন।

নগরের বালুছড়া এলাকার বখতেয়ার কলোনী নামক একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনে ৬টি গাড়ি কাজ করছে।শনিবার(১৮ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ থানাধীন বালুছড়ার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির আহমদ বলেন,বেশ কিছু বসতঘরে আগুন লেগেছে।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি।ঘণ্টা খানেক পেরিয়েছে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।বায়েজিদ স্টেশন ছাড়াও হাটহাজারী ও চন্দনপুরা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন।আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আসার পর বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

২ নম্বর জালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন,বখতেয়ার কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে দাবি অনেকের।এ বস্তির বেশিরভাগ মানুষই পোশক কারখানার শ্রমিক।

Comments (০)
Add Comment