চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলন করায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(২৫ জুলাই)সন্ধ্যায় উপজেলার পুটিবিলা ও চুনতি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান এসব বালু জব্দ করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ শাহজাহান জানান,উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাশিয়া এলাকা থেকে ৬০ হাজার ঘনফুট এবং পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া থেকে ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে।জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments (০)
Add Comment