চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৬০ লট পণ্যের অনলাইন নিলাম আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে।একই দিনে শেষ হচ্ছে নিলামে উঠা ৪৯ লট পণ্যের পরিদর্শন।এসব পণ্যের আরেকটি নিলাম অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।দুই লটে ভাগ এবারে সম্পন্ন করা হচ্ছে নিলাম।
নিয়ম অনুযায়ী,জাহাজ থেকে নামানোর ৩০ দিনের মধ্যে আমদানিকারকদের পণ্য খালাস নিতে হয়। কাস্টমসের নোটিশ পাওয়ার পরও ১৫ দিনের মধ্যে পণ্য না তুললে কর্তৃপক্ষ সেসব পণ্য নিলামে তোলার বৈধ অধিকার পায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আলতাফ হোসাইন বলেন, এবারের নিলামে ভারী মেশিনারি, সৌরবিদ্যুৎ প্লান্টের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, কাঠ, রাবার শিট, শিশুদের খেলনা, কম্পিউটার পার্টস, টেক্সটাইল কেমিক্যালসহ নিত্যপ্রয়োজনীয় ও শিল্পকারখানায় ব্যবহৃত পণ্য রয়েছে।
খালাস না হওয়ায় দীর্ঘদিন বন্দরের জায়গা দখল করেছিল এসব পণ্য। এর মধ্যে কিছু পরিত্যক্ত পণ্যও রয়েছে। নিলামের জন্য প্রস্তাবিত মূল্য গ্রহণ শুরু হয়েছিল ২৯ অক্টোবর। আজ নিলামের দিন দুপুর ২টা পর্যন্ত প্রস্তাব নেওয়া হয়েছে।