দেশের শীর্ষ স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র চকরিয়ায় সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বার্ষিক সমন্বয় সভা আজ চট্টগ্রাম নগরীর ষ্টেশন রোডস্থ হোটেল দি এলিনার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
ডিষ্ট্রিক্ট ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর তরিকুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরী।
সভায় জয়েন্ট ডেপুটি ডিরেক্টর তরিকুল ইসলাম ২০২৪-২৫ইংঅর্থ বছরের খাতভিত্তিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি পযালোচনা করেন এবং ২০২৫-২৬ইং অর্থ বছরের সংস্থার কর্মপরিকল্পনা নিয়ে সভায় অংশগ্রহনকারী সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মত বিনিময় করেন।
আগামী দিনে সংস্থার কর্মসূচী বাস্তবায়নে চ্যালেন্জ মোকাবিলায় সকলের সার্বিক প্রচেষ্টা এবং যার যার অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ করেন।
সভায় অন্যান্যর মধ্যে জেলায় কর্মরত সিনিয়র রিজিওনাল ম্যানেজার রেজাউল মামুন,আনছার উদ্দীন,রন্জিত চন্দ্র মজুমদার,রিজিওনাল ম্যানেজার হুমায়ুন কবির,জহির উদ্দিন,আইটি বিভাগের সাপোর্ট ইণ্জিনিয়ার মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে আশা ৪১,৪৩৬ কোটি টাকা ঋণ বিতরণ করবে আশা।দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে আশা ৪১,৪৩৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে এবং প্রায় ৭০ লাখ সদস্য এই কার্যক্রমের আওতায় আসবে।সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত আশার ৪৬তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা গৃহীত হয়।
এছাড়াও সভায় একই অর্থবছরে উদ্বৃত্ত আয় থেকে সংস্থার সিএসআর খাতে ১৭৫.৩৩ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত হয়।যার মধ্যে রয়েছে শিক্ষা,স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি,স্যানিটেশন,শিক্ষাবৃত্তি,দুর্যোগপীড়িত মানুষের সহায়তা,শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।