চাঁপাইনবাবগঞ্জে র্র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি সহ আটক

বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিয়ার ধাইনগর গ্রামস্থ নাককাটি তলা ঘাট সংলগ্ন জনৈক কাশেম উকিলের আমবাগানের উত্তর পশ্চিম কোনের কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি আনুমানিক ২৭ হাজার টাকা মূল্যের ৫৪ হাজার পিচ বিড়ি সহ একজন কে আটক করে র‍্যাব ৫।আটককৃত ব্যাক্তি হলেন শিবগঞ্জ থানার মনাকষা ইউপির পাঁচচোখা পূর্বপাড়ার মোঃ জুয়েল আলী (৩২), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা- মোছাঃ মরিয়ম বেগম,

মঙ্গলবার সকালে র‍্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় , ১৭ নভেম্বর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিয়ারধাইনগর গ্রামস্থ নাককাটি তলা ঘাট সংলগ্ন জনৈক কাশেম উকিলের আমবাগানের উত্তর পশ্চিম কোনের কাচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় তৈরি বিড়ি বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে চোরাকারবারী কে হাতেনাতে আটক করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক ০৮.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ০১ জন শীর্ষ চোরাকারবারী ১। মোঃ জুয়েল আলী (৩২), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা- মোছাঃ মরিয়ম বেগম, গ্রাম পাঁচচোখা পূর্বপাড়া, ইউপি-মনাকষা, থানা- শিবগঞ্জ ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এসময় তার নিকট হতে (ক) ভারতীয় তৈরি বিড়ি-৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) পিচ মূল্য আনুমানিকঃ ২৭০০০/-(সাতাশ হাজার) টাকা (খ) বাইসাইকেল-০১টি (গ) মোবাইল সেট-০১টি, (ঘ) সীমকার্ড-০২টি, (ঙ) মেমোরী কার্ড-০১টি উদ্ধার করা হয়। উক্ত চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ বিড়ি সহ বিভিন্ন ধরনের চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (০)
Add Comment