চৌগাছায় নিবন্ধনবিহীন ৫০ মোটরসাইকেল জব্দ

যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন,হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে পঞ্চাশ মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।

যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে চালকদের নামে মামলা দেয়া হয়।

টিএসআই সাইফুল ইসলাম বলেন, নিবন্ধন না থাকা, হেলমেট ব্যবহার না করা, ড্রাইভিং লাইসেন্স না রাখার অপরাধে এসব মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

তিনি বলেন, যেসব গাড়ির নিবন্ধন নেই সেগুলোর নিবন্ধন ফি জমা ও মামলার জরিমানা পরিশোধ করে এবং যেগুলোর নিবন্ধন আছে সেগুলোর মালিকরা জরিমানার টাকা পরিশোধ করে থানা থেকে মোটরসাইকেল নিতে পারবেন।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিতু আলী বলেন, ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৫০টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছে

Comments (০)
Add Comment