জাতীয় শোক দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ

দৈনিক জাগ্রত চট্টগ্রামঃ জাতীয় শোক দিবসে দৈনিক জাগ্রত চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন দৈনিক জাগ্রত চট্টগ্রাম পত্রিকার প্রকাশক শিব্বির আহমেদ ওসমান,সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ,নির্বাহী সম্পাদক রেজাউল ইসলাম সেতু,সহ-সম্পাদক রেজাউল মামুন শিবলী,সাহিত্য সম্পাদক ও বার্তা সম্পাদক জসিম উদ্দীন রুবেল।এই সময়ে আমাদের মাঝে নেই সাংবাদিক এম,শামসুল হুদা।তিনি গতকাল আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে নিন।

শোক বার্তায় দৈনিক জাগ্রত চট্টগামের প্রকাশ শিব্বির আহমেদ ওসমান বলেন,আজ শোক দিবস,আজ বড়ই বেদনার দিন,প্রতি বছর এই দিন পিরে আসে কিন্তুু পিরে আসেনা আমাদের জাতীয় অভিভাবক,জাতীর পিতা,স্বাধীনতা অর্জন যার দ্বারা সম্ভব হয়েছিলো সেই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।আমরা বড় হতভাগ্য জাতি যে আমার আমাদের জাতীয় নেতাকে,যথাযত সন্মান করতে পারিনি।আমরা বরং তাকে এমন এক মৃত্যু উপহার দিয়েছি যা এই জাতি আজীবন শোক এবং দুঃখের সাথে মনে রাখবে।বড় দুঃখ লাগে যে নেতা আমাদের মুক্তির জন্য এত ত্যাগতিতিক্ষা কাট খোর পোয়ালেন তাকে আমরা আমরা বলতে কিছু কুলাংগেরা এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি।কি করে ভুলব তার এত সব অবদানের কথা যার অবদানের ফলে আমরা আজ এই সবুজ সুফলা বাংলাদেশ আলাদা এক ভূখন্ড পেয়েছি। আমরা আলাদা ভাবে পরিচয় পেতে পারি আমরা বলতে পারি আমরা বাঙ্গালি,আমরা বাংলাদেশি।

দৈনিক জাগ্রত চট্টগ্রাম এর সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ বলেন,আমরা চাই বঙ্গবন্ধুর হত্যাকারী একজনও যাতে এই পৃথিবীতে না থাকে।আগামী ১৫ই অগাস্ট আসার আগেই বঙ্গবন্ধুর হত্যার সাথে জরিত কাউকে আমরা দেখতে চাই না।যারা আমাদের অভিভাবক হারা করেছে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই।

Comments (০)
Add Comment