জাফলং সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে মটর ডাল মজুদ টার্স্কফোর্সের অভিযান,জরিমানা আদায়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মমিনপুর ও গুচ্ছগ্রাম সীমান্ত এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা মটর ডাল গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।আজ বুধবার বেলা ১১ঃ০০টা থেকে বিকেল ১৪ঃ০০ ঘটিকা পর্যন্ত, গোয়াইনঘাটের সহকারী কমিশনার(ভূমি)আসমা জাহান সরকার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৯২ বস্তা মটর ডাল ও ভারতীয় পণ্য ৫২ কার্টুন চকলেট জব্দ করে তা ১ লক্ষ ৬ হাজার ৯শত ৯৯ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি এবং এ কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পৃথক মামলায়৭০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার পুলিশ সদস্য ও বিজিবির সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার(ভূমি)আসমা জাহান সরকার বলেন,ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটর ডাল এনে গোয়াইনঘাট উপজেলার সীমান্তে পাচারের সংবাদ গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মজুদকৃত মটর ডাল জব্দ করে উন্মুক্ত নিলামে তা ১ লক্ষ ৬ হাজার ৯শত ৯৯ টাকায় বিক্রি এবং এ কাজে জরিত থাকার অভিযোগে ৩ জনকে পৃথক মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সীমান্তে এসব অপরাধ ঠেকাতে প্রশাসন,পুলিশ ও বিজিবি’র পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Comments (০)
Add Comment