টেকনাফ সাবরাং শাহপরীর দ্বীপ বাসীর নিঃস্বার্থ ভালোবাসার জোয়ারে সিক্ত হলেন মোহাম্মদ ইসমাইল সি.আই.পি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সর্ব দক্ষিণের সিমান্ত জনপথ টেকনাফ উপজেলার অন্তরগত সাবরাং এ ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে সামনে রেখে ২০ মার্চ দুপুর ২:টা হতে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বিভিন্ন পয়েন্টে বিশাল গাড়িবহর ও পথসভায় বঙ্গ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে স্থানীয় ভোটারদের কাছ থেকে নৌকার জন্য ভোট চেয়ে গণসংযোগ করেন। মোহাম্মদ ইসমাইল সিআইপি। এসময় টেকনাফ হয়ে বিশাল গাড়ীর বহর সহকারে সাবরাং প্রবেশ করলে, সাবরাং ও শাহপরীর’দ্বীপ সহ নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ সহ স্থানীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভোটারদের কে সাথে নিয়ে ব্যাপক প্রচারণা- চালিয়েচ্ছেন। নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, মোহাম্মদ ইসমাইল সিআইপি। তাছাড়া সাথে ছিলেন সাবরাং ইউপি নির্বাচনের নৌকা প্রতিকের কান্ডারী- দ্বীপ বন্ধু, আলহাজ্ব সোনা আলী, এতে উবদ্বয়কে বরণ করতে সাবরাং সহ শাহপরীর দ্বীপের হাজার হাজার সর্বস্তরের জনতা দুই ভাইকে ফুলের মালা গলায় পড়িয়ে করতালীর মধ্য দিয়ে বরণ করে নেন। একইসাথে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সাবরাং বাজার, নয়া পাড়া বাজার হারিয়াখালী প্রাথমিক বিদ্যালয় পাঙ্গন সহ শাহপরীরদ্বীপে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন চার চারবার রেমিট্যান্স সম্মাননা প্রাপ্ত কক্সবাজার জেলা যুবলীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ ইসমাইল সিআইপি, আঃলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, আলহাজ্ব সোনা আলী ও তাঁর পুত্র সাবেক ছাত্রনেতা ও সংযুক্ত আরব আমিরাত (দুবাই) এর সেচ্ছাসেবক’লীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য ফাহাদ আলী ফাহাদ। এসময় সোনা’আলী, মোহাম্মদ ইসমাইল সিআইপি ও ফাহাদ আলী ফাহাদ বলেন, প্রতিটি বাজার, বিভিন্ন স্টেশন সহ নির্বাচনী এলাকাজুড়ে -বিভিন্ন ওয়ার্ড়ের স্থানীয় ভোটারগণের উদ্যেশে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মনোনিত নৌকা মার্কার কান্ডারী- আলহাজ্ব সোনা’আলীকে, আসচ্ছে ১১ এপ্রিল সাবরাং ইউপি নির্বাচনে শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন,উন্নয়নের সুযোগ নিন সোনা’আলী ভাই তথা নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে দিয়ে- বিপুল ভোটে নৌকাকে বিজয় করে- তাছাড়াও নৌকার বিজয় মানী সাবরাং ও শাহপরীরদ্বীপ বাসীর বিজয় দাবী করে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান

Comments (০)
Add Comment