দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবিতে কক্সবাজার জেলা হিন্দু মহাজোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে কক্সবাজার জেলা হিন্দু মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ ২ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রিয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় কক্সবাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি পলাশ সুশীল।

জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক – সাংবাদিক সুজন চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন পাল।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ,প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ,জেলা হিন্দু মহাজোটের নারী নেত্রী অঞ্জনা শর্মা,মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা হিন্দু পরিষদের প্রধান সমন্বয়কারী সাংবাদিক অন্তর দে বিশাল প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গা পুজা উপলক্ষে জাতি ধর্ম,বর্ণ,নির্বিশেষে পুজার আনন্দে সামিল হওয়ার জন্য ৩দিনের সরকারি ছুটির দাবি জানান।

সেইসাথে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্প্রতির ভূমিকায় শারদীয় দুর্গা উৎসবে ৩দিনের সরকারি ছুটির ঘোষণা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেক পাল, সাংস্কৃতিক সম্পাদক লালন পাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার মৃদুল মল্লিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকাশ দাশ,হিন্দু মহাজোট রামু উপজেলা শাখার প্রচার সম্পাদক- সুনীল শর্মা,জেলা হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জয় বৈদ্য,জেলা হিন্দু ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,মিল্টন সরকার, ছাত্র মহাজোটের উখিয়া শাখা আহবায়ক নোবেল শর্মা,রনজিত দাশ,সমীর দে,পূনিমা মল্লিক,সুজন শর্মা,ছোটন দাশ,রিপন চক্রবর্তী,সহজেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন পালের সমাপনীর বক্তব্যের মধ্যদিয়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

Comments (০)
Add Comment