দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপার করায় একটি ট্রলারকে মোইলকোর্টে জরিমানা।

নোয়াখালী হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপারের দায়ে একটি যাত্রীবাহী ট্রলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকেলে নলচিরা ঘাটে এ জরিমানা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

বিআইডব্লিউটিএর সূত্রে জানা যায়,সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় চেয়ারম্যানঘাট নলচিরা রুটেও যাত্রী পারাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে এমভি মায়ের দোয়া নামের ট্রলারটিকে নলচিরা নৌপুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ট্রলার মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন এ সময় সাংবাদিকদের জানান,দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আদেশ অমান্য করে যাত্রী পারাপারের দায়ে একটি ট্রলারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের নৌপুলিশের টহল অব্যাহত থাকবে।

Comments (০)
Add Comment