দেওয়ানহাটে আলিফ রেষ্টুরেন্ট গুনলো ২ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর,নোংরা,দুর্গন্ধময় পরিবেশে খাবার বিক্রি করার দায়ে নগরীর দেওয়ানহাট মোড়স্থ আলিফ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রবিবার সকালে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

নিযমিত অভিযানে অংশ হিসেবে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চসিক।অভিযানে অস্বাস্থ্যকর,নোংরা,দুর্গন্ধময় পরিবেশে রান্নাঘরে খাবার প্রস্তুত ও বাসি মুরগির মাংস,গ্রীল এবং শর্মা বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করার দায়ে দেওয়ানহাট মোড়স্থ আলিফ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

Comments (০)
Add Comment