নগর জুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে বললেন মেয়র নাসির

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ৪১ ওয়ার্ড জুড়ে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের আওতায় ৫০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ ০৫ জুলাই সকালে মিউনিসিপাল সিটি কর্পোরেশন মডেল হাই স্কুল মাঠে কর্মসূচি উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় তিনি স্কুল মাঠে একটি আম গাছের চারা রোপন করেন। মেয়র শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন। এসময় সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী, স্থপতি আবদুল্লাহ আল ওমর, মিউনিসিপাল হাই স্কুল প্রধান শিক্ষক শাহেদুল কবির, আহমদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশীদসহ স্থানীয় হকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment