পটিয়ার দক্ষিণ গোবিন্দরখীল স্কুলে শোক দিবসের আলোচনা সভায় সরোয়ার কামাল রাজিব জাতির কলঙ্ক মোচন হোক

সেলিম চৌধুরীঃ পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সরোয়ার কামাল রাজীব বলেছেন,১৫ আগষ্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে ঘৃণিত ও বেদনাবিধুর দিন, জাতীয় শোক দিবস। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে অর্থাৎ ১৯৭৫ সালের এইদিনে কিছু বিপদগামী সেনাসদস্যের হাতে বাঙালি জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। খন্দকার মোশতাক আহমেদের মতো কিছু ঘৃণ্য কুচক্রী মহলের ষড়যন্ত্রে ১৫ আগস্টের ভোরবেলায় ফারুক, রশিদ, মেজর ডালিম, মুসলেউদ্দীনের মতো বিপদগামী সেনাসদস্যরা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেনি সাথে  শিশু শেখ রাসেল, গর্ভবতী নারীসহ পরিবারের সকল সদস্যকে নৃশংসভাবে হত্যা করে। জাতির এ কলঙ্ক মোচন হোক। সরোয়ার কামাল রাজীব ১৫ আগষ্ট ২০ ইং পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শোক দিবস আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুলের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগমের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, মফিজুর রহমান, আমির হোসেন আমু, আবদুক নবী, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন প্রমুখ। আলোচনা সভার শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করে।

Comments (০)
Add Comment