পটিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ 

সেলিম চৌধুরীঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) ১৮ জুলাই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক  হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম  ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ আসামী মোঃ লিটন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে। সে মোঃ মাইজ উদ্দিন , মাতা- মোছাঃ সেলিনা আক্তার, সাং- উত্তর মহেশকুড়া, ওয়ার্ড নং -০৫, ডাকঘরঃ মহেশকুড়া, ১১ নং খারুয়া ইউনিয়ন পরিষদ, থানা-নান্দাইল,জেলা- ময়মনসিংহ তার বাড়ি। ১৮ জুলাই ২০২০ ইং চট্টগ্রাম – কক্সবাজার  মহাসড়কের পটিয়া উপজেলার মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর চট্ট মেট্রো-ব-১১-১১৫৯ মার্সা নামীয় যাত্রীবাহী বাসের এফ-০১ সিট হতে সকাল প্রায় ৯ ঘটিকায় তল্লাশিপূর্বক আটক করে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

কর্মকর্তারা। তার বিরুদ্ধে মাদক আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।লিটন মিয়া টেকনাফ হতে ইয়াবা ক্ষয় করে গাজীপুর চৌরাস্তা এলাকায় একজন ব্যবসায়ীর নিকট পাচার করার উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। এছাড়াও সে দীর্ঘদিন এ পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জমজমাট ইয়াবা ব্যাবসা গাজিফুরে করছেন বলে দৈনিক জনতা গাজীপুর প্রতিনিধি রাহিম সরকার জানান।

Comments (০)
Add Comment