পটিয়া পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মহিবুল্লা চৌধুরীর আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী ফজলুল কাদের জুলুর শ্রদ্ধা নিবেদন

সেলিম চৌধুরীঃ বিশিষ্ট রাজনৈতিক ও দক্ষিণ চট্রগ্রামের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব সংগঠক পটিয়া পৌরসভা বিএনপির প্রতিষ্টাতা সভাপতি ও দক্ষিণ সহ সভাপতি এবং ব্রাদার্স ইউনিয়ন পটিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি,পটিয়া উপজেলার ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজারো নেতা কর্মী এবং খেলোয়াড় সৃষ্টির কারিগর মরহুম এটিএম মুহিউবুল্লাহ চৌধুরীর আজ ৯ আগষ্ট রবিবার তৃতীয় মৃত্যু বার্ষিকী।এমন দিনে বিগত তিন বছর আগে আল্লাহর ডাাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে আমাদের ছেড়ে এটিএম মহিবুল্লা চৌধুরী।হয়ত আমরা আর তাকে চোখে দেখবো না জুলু বলে আর ডাক শুনা হচ্ছে না বিগত তিন বছর।তার কর্মে আমাদের হৃদয়ে মনি কোঠাতে বেছে থাকবে সারা জীবন।পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামে   

রাজনীতি উজ্জ্বল নক্ষত্র এ টি এম মহিবুল্লা চৌধুরী। আজ ৯ আগষ্ট রবিবার মহিবুল্লা চৌধুরী তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সংগঠক ফজলুল কাদের জুলু 

তিনি বলেন,মরহুম এটিএম মুহিউবুল্লাহ চৌধুরীর বিয়োগে ক্রীড়া ও রাজনৈতিক ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নই।এটিএম মহিবুল্লা চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ যখন যাহা পকেটে থাকত দলীয় নেতা কর্মী এবং খেলোয়াড় সহ সাধারণ মানুষকে তিনি সহযোগিতার করেছেন।এছাড়াও পটিয়া স্বার্থে তিনি যে কোন আন্দোলন সংগ্রামের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন।এমন একজন মহান নেতা ছিলেন সত্যি পটিয়ার জন্য গর্ব।পটিয়া ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা উদীয়মান সমাজ সেবক ফজলুল কাদের জুলু বলেন,এটিএম মহিবুল্লা চৌধুরী দেশ প্রেম আগামী প্রজন্মর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি  পরিশেষে মরহুমের 

রুহের আত্মার মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ  মরহুম মহিবল্লা চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমিন।

Comments (০)
Add Comment