এম,এ,মোজাহিদ বিল্লাহঃ নোয়াখালী হাতিয়া উপজেলার আটক জেলেদের নিয়ে গত কয়েক দিন আগে জাতীয় দৈনিক পত্রিকা মাতৃজগত পত্রিকা এ প্রকাশিত শিরোনাম ছিলো হাতিয়ার ৯ জন জেলে পাকিস্তান ল্যান্ডি কারাগারে শিকলবন্দী।
![]()
এরপর এ বিষয়ে তৎপর হয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের দেশে ফেরত আনার জন্য।এই বিষয়টি নিশ্চিত করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

গত ৬ জুলাই ২০২০ সোমবার সাংবাদিকদের তিনি বলেন পাকিস্তানে ৮ জন আটক অাছে তারা ওমানে ছিলো। মাছ ধরতে গিয়ে তারা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন।
এটি গত অক্টোবর মাসের ঘটনা। আমরা যখন খবর পেলাম তখন তাদের সাথে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজ ছিলোনা ।

তিনি বলেন পত্রিকায় সংবাদ দেখার পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসা করি।তারা আমাদের জানিয়েছে আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের স্থায়ী নাগরিক।আমরা তৎক্ষনাৎ মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে।
![]()
তারা সেখানে জেল খেটেছে। ফ্লাইট চালু হলে তারা ফেরত আসবে বলে জানান মন্ত্রী মহোদয়।এই সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিক কে যথেষ্ট তথ্য দিয়ে সহোযোগিতায় ব্যস্ত সময় দেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী তমরদ্দি জোড়খালী এলাকার বাসিন্দা নিজাম মিয়া।